রবিবার, ২৪ জুলাই, ২০১৬

বাবা বলে ছেলে নাম করবে


শিল্পীঃ আগুন
ছায়াছবি: কেয়ামত থেকে কেয়ামত
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে
এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে
আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাব নয়নে যাদু
রাংগা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমার চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন