ভূপেন হাজারিকা
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
নতুন জীবনের সন্ধান পাবার জন্যে
মিলে মিশে যাই এসো জনতার এই মহারন্যে
সহস্র প্রাণেরো স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে….
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
সময়ের স্রোতে ভেসে আসা এই ছোট্ট জীবন নিয়ে
কি হবে বলো না প্রেমেরও বাধনে নিজেকে হারিয়ে দিয়ে
প্রেমেরই স্বর্গ খুজেছি আমরা এতদিন
মানুষের পৃথিবীতে হয়ে আছে চিরদিন সেতো লীন
যন্ত্রনা পেরিয়ে বঞ্চনা এরিয়ে
সূর্যতারি ছবি আঁকে আঁকে আঁকে
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
নতুন জীবনের সন্ধান পাবার জন্যে
মিলে মিশে যাই এসো জনতার এই মহারন্যে
সহস্র প্রাণেরো স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে….
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
সময়ের স্রোতে ভেসে আসা এই ছোট্ট জীবন নিয়ে
কি হবে বলো না প্রেমেরও বাধনে নিজেকে হারিয়ে দিয়ে
প্রেমেরই স্বর্গ খুজেছি আমরা এতদিন
মানুষের পৃথিবীতে হয়ে আছে চিরদিন সেতো লীন
যন্ত্রনা পেরিয়ে বঞ্চনা এরিয়ে
সূর্যতারি ছবি আঁকে আঁকে আঁকে
আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন