রবিবার, ২৪ জুলাই, ২০১৬

শত জনমের স্বপ্ন

গীতিকার ড. আবু হেনা মোস্তফা কামাল
সুরকার আলাউদ্দিন আলী
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: রাজলক্ষী শ্রীকান্ত




শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।
শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শরৎচন্দ্রের লেখা ‘রাজলক্ষী শ্রীকান্ত’ সিনেমার গান এটি। ১৯৮৭ সালের ছবি।

৪টি মন্তব্য:

  1. গানের সাথে গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করলে ভাল হয় ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করা হলো। ধন্যবাদ

      মুছুন
  2. ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য। আমরা চেষ্টা করবো আমার মতামত মেনে চলতে। হয়তো একটু সময় লাগবে। ধন্যবাদ আবারো আমাদের ব্লগ ভিজিট করার জন্য।

    উত্তরমুছুন
  3. কালজয়ী একটি অমর গান, যতবার শুনি ততই ভাল লাগে।

    উত্তরমুছুন