মৌসুমী ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৌসুমী ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

যশোর রোড

- মৌসুমী ভৌমিক
-------------------
শত শত চোখ আকাশটা দেখে
শত শত শত মানুষের দল
যশোর রোডের দু-ধারে বসত
বাঁশের ছাউনি, কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল
গাদাগাদি হয়ে আকাশটা দেখে
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে?
ঘরহীন ওরা ঘুম নেই চোখে
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ী-দেশ
মাথার ভিতর বোমারু বিমান
এই কালো রাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তুর
যশোর রোড যে কত কথা বলে
এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে ।

সময় চলেছে রাজপথ ধরে
যশোর রোডেতে মানুষ মিছিল
সেপ্টেম্বর হায় একাত্তুর
গরুগাড়ি কাদা রাস্তা পিছিল।
লক্ষ মানুষ ভাত চেয়ে মরে
লক্ষ মানুষ শোকে ভেসে যায়
ঘরহীন ভাসে শত শত লোক
লক্ষ জননী পাগলের প্রায়।
রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু
পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
এইটুকু শিশু, এতবড় চোখ
দিশেহারা মা কার কাছে ছোটে।
সেপ্টেম্বর হায় একাত্তর
এতো এতো শুধু মানুষের মুখ
যুদ্ধ, মৃত্যু
তবুও স্বপ্ন
ফসলের মাঠে ফেলে আসা সুখ।

কার কাছে বলি ভাত রুটি কথা
কাকে বলি কর কর কর ত্রাণ
কাকে বলি ওগো মৃত্যু থামাও
মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ।
কাঁদো কাঁদো তুমি মানুষের দল
তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা
জননীর কোলে আধপেটা শিশু
এ কেমন বাঁচা, বেঁচে মরে থাকা।
ছোট ছোট তুমি মানুষের দল
তোমার ঘরেও মৃত্যুর ছায়া
গুলিতে ছিন্ন দেহ-মন-মাটি
ঘর ছেড়েছো তো মাটি মিছে মায়া।
সেপ্টেম্বর হায় একাত্তর
ঘর ভেঙ্গে গেছে যুদ্ধের ঝড়ে
যশোর রোডের দু'ধারে মানুষ
এত এত লোক শুধু কেন মরে

শত শত চোখ আকাশটা দেখে
শত শত শত শিশু মরে গেল
যশোর রোডের যুদ্ধক্ষেত্রে
ছেঁড়া সংসার সব এলোমেলো
কাদামাটি মাখা মানুষের দল
গাদাগাদি হয়ে আকাশটা দেখে
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে?
ঘরহীন ওরা ঘুম নেই চোখে
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ী-দেশ
মাথার ভিতর বোমারু বিমান
এই কালো রাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তুর
যশোর রোড যে কত কথা বলে
এত মরা মুখ আধ মরা পায়ে
পূর্ব বাংলা কোলকাতা চলে ।।

অ্যালেন গিন্সবার্গের ‘September on Jessore Road’ অবলম্বনে মৌসুমী ভৌমিক গেয়েছেন ‘যশোর রোড’

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্বপ্ন দেখবো বলে Shopno dekhbo bole


মৌসুমি ভৌমিক

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে

নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,

আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে

বহুদূর বহুদূর হেঁটে এসেছ
আমি কখনও যাইনি জলে,

কখনও ভাসিনি নীলে,

কখনও রাখিনি চোখ,

ডানামেলা গাঙচিলে

আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে

আমাকেও সাথে নিও,

নেবে তো আমায় ?

বল, নেবে তো আমায় !
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে

তোমরা সদলবলে সভা করেছিলে,

আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ

না-বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা

একই একই কথা বলা

নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?

যদি ভালবাসা না-ই থাকে

শুধু একা একা লাগে

কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?

বল, কোথায় গিয়ে ?
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,

এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,

মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,

তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে
আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ

তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,

আমি দু’চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু

রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,

তাই স্বপ্ন দেখবো বলে

আমি দু’চোখ পেতেছি

তাই তোমাদের কাছে এসে

আমি দু’হাত পেতেছি

তাই স্বপ্ন দেখবো বলে

আমি দু’চোখ পেতেছি

শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

বেণীমাধব তোমার বাড়ি যাব


মৌসুমী ভৌমিক

বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব
বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাব ?
বেণীমাধব মোহন বাঁশি তমাল তরু মূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে।
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর।
আমি তখন নবম শ্রেণি, আমি তখন শাড়ি,
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি।

বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভাল
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো।
তোমায় দেখে একদৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে।
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরী
সন্ধ্যা বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি।
আমি তখন নবম শ্রেণি, আমি তখন ষোলো
ব্রিজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো।

বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বল সেসব কথা এখনও মনে পড়ে?
সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটিদিন তোমার পাশে তাকে,
দেখেছিলাম আলোর নীচে, অপূর্ব সে আলো।
স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো।
জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ
বাড়িতে এসে বলেছিলাম – ওদের ভালো হোক।

রাতে এখন ঘুমোতে যাই – একতলার ঘরে
মেঝের ’পরে বিছানা পাতা, জোৎস্না এসে পড়ে।
আমার পরে যে বোন ছিল, চোরাপথের বাঁকে
হারিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে।
আজ জুটেছে?– কাল কি হবে? কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি।

তবু, আগুন - বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
benimadhob