Souls লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Souls লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

বাঁশি শুনে আর কাজ নাই


শিল্পীঃ শচীন দেব বর্মন
সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন

বাঁশি  শুনে আর কাজ নাই !!!
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি

সে  যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি........



ও ও ও শ্রবনে বিষ ঢালে শুধু
বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে
ঘুচাবো তার নষ্টামি আজ আমি
সপিবো তা অনলে

শ্রবনে বিষ ঢালে শুধু
বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে
ঘুচাবো তার নষ্টামি আজ আমি
সপিবো তা..... অনলে
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি..............
ও ও ও
বাঁশেতে ঘুন ধরে যদি
কেন বাঁশিতে ঘুন ধরে না
কত জনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন ও ও ও মরে না

বাঁশেতে ঘুন ধরে যদি
কেন বাঁশিতে ঘুন ধরে না
কত জনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন মরে না


চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি.............

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আমি আর ভাববো না


 সোলস
অ্যালবামঃ অসময়ের গান
সুরকারঃ আশ্ রাফ বাবু




আমি আর ভাববো না
মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে
যত কষ্টই হোক না
বিরহে আর কাদব না
পিছুটান কিছু থাক না
আমি ভাব বোনা আর অযথা

স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসে অস্তিত্ত নাই
ভেসে যেতে চাই দু;স্বপনে
যত কষ্টই হোক না………

যন্ত্রনায় ডুবে যেতে চাই
তাই শুন্যতায় একা থাক্ তে চাই
তবু ডাকবনা আমি তোমাকে
যত কষ্টই হোক না………

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

কথা দেয়া নেয়া


শিল্পীঃ পার্থ বড়ুয়া
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ
এ্যালবামঃ মেহেদি রাঙ্গা হাত (ব্যান্ড মিক্সড)

------------------------------------------------
চাঁদ সোনালি চাঁদ...দৃষ্টিতে আসেনা।
রাত স্বাপ্নিক রাত...স্বপ্নেও যে হাসেনা।
করুণ রাগে যে আমারই আকাশ
বড়ই যন্ত্রণাময়,
তোমার কথা দেয়া... ফিরিয়ে তাকে নেয়া,
এ সবই তোমাকে মানায়...

তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

মন মন্দির ভাঙ্গা তোমার খেলাছলে...
পরিহাস প্রিয় যে হৃদয়...।।
বুঝতে কিছুটা দেরি... হয়েছে যদিও
আর যেন দেরি না হয়।
তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

ঝড় হয়ে এসেছিলে...
সব ভেঙ্গে থেমে গেলে,
সেই ঝড় বুকে পুষে রাখো...
ভেবেছ কি পরিণতি...যে ভেঙেছে তার ক্ষতি,
ঝড় হয়ে তবু তুমি থাকো।
তুমি খেলার পুতুল ভেবে...
আমাকে ছুড়ে দিয়ে...
কাছে টেনে নিলে যারে,
আমার মত করে দিওনা দিওনা...
এতোটা যন্ত্রণা তারে।।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

শিল্পীঃ নাসিম আলী খান (সোলস)
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে (১৯৯৫)
কথাঃ কবির বকুল
সুরঃ সোলস



ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

তোমার মনের কথা বুঝতে আমি

পারিনি হয়তো ভাবছো তুমি

তোমার মনের কথা বুঝতে আমি

পারিনি হয়তো ভাবছো তুমি

ভালবাসার কথা বলিনি আজ

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর




সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে

আমার চোখের নীলে দিয়েছি রেখে

সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে

আমার চোখের নীলে দিয়েছি রেখে

আমার ভালবাসা নয়তো পাথর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

যেখানে যাই তুমি আছ মনের ভিতর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

ব্যস্ততা আমাকে দেয় না অবসর

তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আমি আর ভাববো না


  সোলস (Souls)

আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসে অস্তিত্ব নাই
ভেসে যেতে চাই দুঃস্বপ্নে
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


যন্ত্রণাই ডুবে যেতে চাই
তাই শূন্যতাই একা থাকতে চাই
তবু ডাকবনা আমি তোমাকে
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

তোমার ঐ মনটাকে

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

সেই কবে তোমায় ভেবে



সেই কবে তোমায় ভেবে
ছোট্ট কিছু কথা দিয়ে
নক্সীকাঁথা বুনে ছিলাম
কবিতায় রাঙিয়ে
বিবর্ণ হয়ে গেছে
আবর্তিত ব্যথা
কিযে দুঃসহ
এ মন পুড়িয়ে দিয়ে
ফিরে ফিরে আসে
ভাবে নির্মোহ
ভেঙে ভেঙে যাই এ প্রান্তে
বিবর্ণ হয়ে গেছে
অনুভবে রয়েছ
ভাঙা এ হৃদয়ে
ফিরিয়ে নিতে চাই নিজেকে
নিজস্ব আঙিনায়
একান্ত নিরবে
জানি (এ) সময় ফুরাবে
--------------------


পার্থ বড়ুয়া
সোলস


Shei kobe tomay vebe,Partha Borua, Souls