সোলস
অ্যালবামঃ অসময়ের গান
সুরকারঃ আশ্ রাফ বাবু
আমি আর ভাববো না
মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে
যত কষ্টই হোক না
বিরহে আর কাদব না
পিছুটান কিছু থাক না
আমি ভাব বোনা আর অযথা
স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসে অস্তিত্ত নাই
ভেসে যেতে চাই দু;স্বপনে
যত কষ্টই হোক না………
যন্ত্রনায় ডুবে যেতে চাই
তাই শুন্যতায় একা থাক্ তে চাই
তবু ডাকবনা আমি তোমাকে
যত কষ্টই হোক না………
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন