মান্না দে
পৌষের
কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে
আর আসবে কি কখনও
ফিরে
আর আসবে কি কখনও
খুশি
আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি
আর হাসবে কি কখনও
তুমি
আর হাসবে কি কখনও
অনুযোগ
কার নাম না জেনে
অধরেতে
কোন সাড়া না এলে
অনুযোগ
কার নাম না জেনে
অধরেতে
কোন সাড়া না এলে
দেখা
আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে
আর ভাসবে কি কখনও
চোখে
আর ভাসবে কি কখনও
কাব্য
কি কথা সে ভাবব কি বিলাসে
মায়াজাল
বুনবো কি তখনও
দুএকটি
পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
সে
বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ
মনে মনে সাজাবে
বোঝা
আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল
আর বাসবে কি কখনও
ভাল
আর বাসবে কি কখনও
pousher kasakasi by Manna Dey
pousher kasakasi by Manna Dey
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন