শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

মমতায় চেয়ে থাকা

অবসকিউর
 
মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

স্বপ্নে ঘেরা ছিলো অবুঝ সেদিন
অজানা ব্যথার মাঝে হয়েছে বিলীন
বালু চরে ঝরে ছিলো যে আঁখি জল
আজো তা বয়ে আছে শিশিরে সজল
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

শায়খ বেধা পাখি দারুণ ব্যথায়
কেন জানি উড়ে যায় সেই নিরালায়
ভেঙ্গে যাওয়া পাখিটির আহত সে বুক
তবু কেন দেখে যায় সুখেরই স্বপন
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন