শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

কলিকালের ভণ্ড বাবা

অবসকিউর 


কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাং মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা হায় ও বাবা কলি বাবা

আবারও সেই এমনি বাবার মুরিদ নামের চামচা গুলা
হাদিস কোরআন ভুইলা গিয়া বাবার লেখা জিকির পড়ে
বাবা রে বাবা ও বাবা কলি বাবা
বাবা রে বাবা হায় ও বাবা মডার্ন বাবা

হাজার টাকা ভিজিট লইয়া পীর-আউলিয়া ডিগ্রী লাগায়
ফরিদপুইরা ধান্ধা করে টেক্কার (আঙুল) চুক্কী দেহায়
বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা হায় ও বাবা গাঁজার বাবা

মুরিদরা সব জিকির করে কলকী ভরা গাঁজার নেশায়
পীর বাবা রে সেজদা করে পাপের স্রোতে জীবন ভাসায়
বাবা রে বাবা ও বাবা মডার্ন বাবা
বাবা রে বাবা হায় ও বাবা ভণ্ড বাবা

কলি-কালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাং মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবা রে বাবা ও বাবা কলি বাবা
বাবা রে বাবা হায় ও বাবা ভণ্ড বাবা
বাবা রে বাবা ও বাবা গাঁজার বাবা
বাবা রে বাবা হায় ও বাবা মডার্ন বাবা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন