শিল্পীঃ পান্নালাল ভট্টাচার্য্য
সুরকারঃ রাম প্রসাদ
চাই না মা’গো রাজা হতে
রাজা হবার সাধ নাই মাগো
দু’বেলা যেন পাই মা খেতে …।।
আমার মাটির ঘরে বাঁশের খুটি মা
পাই যেন তায় খড় জোগাতে মা …।।
আমার মাটির ঘর যে সোনার ঘর মা ।।
ও মা ……কি হবে দালানেতে
যদি দালান কোঠায় রাখো মা-গো
পারবো না আর মা বলিতে
চাই না মাগো রাজা হতে
যদি দ্বারে তে অতিথি আসে মা
না হয় যেন মুখ লুকাতে
ঘরে কাসার থালা কাসার বাটি মা
পায় যেন মা তায় দুটো খেতে
তোর সংসার ধর্ম বড় ধর্ম মা
তাই পারিনা ছেড়ে যেতে মা
কেবল মা গো রামপ্রসাদের এই বাসনা
পাই যেন স্থান ঐ পদে তে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন