যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।।
মা তুই থাকলে কত ভাল লাগে
সারা জীবন কোন কিছু আর লাগে না।
এমন মা হবি তুই
যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।
সূর্য ডুবে গেলে রাত নেমে আসে
আমার জীবন তুই থাকলে কিছু হবে না।
এমন মা হবি তুই
যে মায়ের সন্তানেরা
কান্দে আবার হাসতে জানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন