মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

তুমি কি দেখেছ কভু

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়
———————————
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)
এক হৃদয়হীনার কাছে
হৃদয়ের দাম কী আছে
সে আছে নিজকে নিয়ে
আমি তো আপন দোষে
পেলাম শুধু অথৈ যন্ত্রণা
সে তো যাবে চলে
সবই যাবে ভুলে
নিঠুর সে সজনী
আমি যাব কেঁদে
তারেই সেধে সেধে
জেগে শুধু রজনী
নীরবে নীরবে
হৃদয় দেয়া ছলে
হৃদয় গেছে দলে
আমি তো মরেছি
পাথর ভালোবেসে
চোখে অবশেষে
নদীকে ধরেছি
মরেছি মরমে
—————–
কথাঃ আব্দুল হাই আল-হাদী
সুরঃ আলাউদ্দিন আলী
গায়কঃ রফিকুল আলম।
- See more at: http://www.ebanglalyrics.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87/#sthash.95wyps42.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন