রেনেসাঁ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেনেসাঁ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

তুমি কি আজ বন্ধু


শিল্পীঃ নকীব খান
ব্যান্ড:: রেনেসাঁ


তুমি কি আজ বন্ধু
যাবে আমার সাথে
এমনই ভরা জোছনায়
পায়ে পায়ে দুরের পথে

সাথী হবে চাঁদের খেয়া
স্বপ্নে উদাসী
পথে বসে বাজাবে কেউ
পাগল বাঁশি
বাঁশের বনে মাতাল হাওয়ায় জ্বলবে
হাজার জোনাকি রাতে
এমনই ভরা জোছনায়
পায়ে পায়ে দুরের পথে

তুমি কি আজ বন্ধু
যাবে আমার সাথে

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়

হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে

শুকনো মাঠে ফুল ফোটানো
সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বীনিসূতোর মালা
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়

অন্তর্চক্ষু খোলা রাখি
সবই আমি দেখি
সাধ্যি কার এই ভূবনে
দেবে আমায় ফাঁকি
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়

হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে
ridoy kadamatir 
                                    রেনেসাঁ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

আচ্ছা কেন মানুষগুলো

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
( accha keno manush gulo )
                          রেনেসাঁ 

আজ যে শিশু

Band: Renaissance
Album: Tritio Bissho


আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই
আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন
সেই হাসি দেখতে চাই
আজ যে শিশু
রেল লাইনের পাশে নয়
অন্ধকার সিঁড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্নাধারায়
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলের হোক
সবার ভালোবাসার
শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক