ন্যান্সি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ন্যান্সি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।


শিল্পীঃ ন্যান্সি ও বেলাল খান
সুরকারঃ বেলাল খান
গীতিকারঃ মেহেদী হাসান মনির


পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন।।
মুখ বলে এই দূরে গেলে তুই বেশী কিছু আর হবে কি
মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ উঁকি
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোরই হাত।
সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার এ মন।।
মরি ভেবে হায় উথাল পাতাল এই মনের ভেতরে কি আছে
কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ।
প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় ক্ষরণ।।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা।
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।।

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আমি তো্মার মনের ভেতর

হাবিব ও ন্যান্সি

আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই

এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি

এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই

ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

click to hear this song

ami tomar moner vitor by Habib & Nancy

তো্মারে দেখিল

হাবিব ও ন্যানসি --


তো্মারে দেখিল পরানো ভরিয়া
আসমান জমিন দরিয়া

তো্মারে দেখিল পরানো
ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়া
দেখিব তো্মারে আমিও

ও রুপে দিলা তুমি
পাগল করিয়া
ও কাজল টানা আখিতে
ডাগর আখিতে
নজর-ও পড়িলে কি
হবে ?

ও প্রেমেতে পড়িলে
মরনে মরিবে
দেখিও তুমি তবু নিরবে

চোখের পলকে - পলকে
রুপের ঝলকে- ঝলকে

আমি যে ডুবে রই
সেই প্রেমে পড়িয়া
ও রুপে দিলা তুমি পাগল
করিয়া

ও মায়া হাসিরে , কি
ভালবাসিরে
এমনো করিয়া হাসিও

ও নিকটে থাকিও
দেখিয়া রাখিও
এভাবে তুমি ভালবাসিও

যাবেরে যে পথে
যাবেরে
পাবেরে দেখিতে পাবেরে
তো্মারে দেখে সব
ফুল গেছে ঝরিয়া

হৃদয়ের কথা

হাবিব ও ন্যান্সি


ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, ভালোবেসে যাব ওগো যত দিন বাচব
হেসোনা হেসোনা তুমি জেনো রেখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
হৃদয়ের কথা

চাদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়নাক লজ্জা খুব কাছে রাখব

না না এভাবে বলোনাগো কোনো না বলা
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ

সইতে পারবনা হারানোর ব্যাথা
বলেতো দিয়েছি হৃদয়ের কথা

টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

এমন সুখ তুমি দিলেগো আমায়
কেড়ে নিতে পারবেনা মরণও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা

Ridoyer kotha by Habib & Nancy

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

বাহির বলে দূরে থাকুক

হাবিব-ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Didha by Habib & Nancy

bahir bole dure thakuk