সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

বাহির বলে দূরে থাকুক

হাবিব-ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Didha by Habib & Nancy

bahir bole dure thakuk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন