আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।।
আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।।
ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটেব হাসি
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন