হেমন্ত মুখোপাধ্যায়
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে তবু তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো
দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ
হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে তবু তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো
দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ
হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন