মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

কষ্ট kosto


 - আইয়ুব বাচ্চু

কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

- Kosto by Aiyub Bacchu (LRB) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন