শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

মেয়েটি আকাশের চাঁদ


বিপ্লব,প্রমিথিউস


মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি সেই তারা দেখে

দিশেহারা দিশেহারা

মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি হল দিশেহারা

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

ছেলেটির তাকে চাই চাই চাই চাই

তোমরা বল

বলনা

মেয়েটিকে কেন ছেলেটি পাবে না?


ছেলেটি কখনো ভাবেনি

মেয়েটিকে ছোঁয়া বড় দায়

বামন হয়েও ছেলেটি চাঁদের দিকে

হাত বাড়ায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

মেয়েটির প্রেমে ডুবে ডুবে

ছেলেটি হাবুডুবু খায়

ছেলেটি কিন্তু জেনেশুনেই

বিষ পান যে করতে চায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই 

 

meyeti akasher chad

চান্দের বাত্তির কসম

শিল্পী - বিপ্লব
কথা ও সুরঃ আরমান খান


চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয় (২)
চান্দের বাতি দিয়া আমার যে ঘর সাজাইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘর পুড়াইলি
এখন তো চান্দের চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সেও তো চিনে না
বুইজা থাকলে চোখের পাতা ঘুমকি দিয়া যায়
ঘুম পাড়ানি মাসিপিসি ঘুম যদি না দেয় (২)
চান্দের বাতি দিয়া আমায় যে ঘুম পাড়াইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘুম ভাঙ্গিলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যেও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না 
chander battir kosom 

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

পিঞ্জর খুলে দিয়েছি

Bashir Ahmed

যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা


পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা

যা রে বাঁধন কেটে যা
যা রে হৃদয় ভেঙ্গে যা

যা রে বাঁধন কেটে যা
যা রে হৃদয় ভেঙ্গে যা

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়

পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা


যা রে আকাশে উড়ে যা
যা রে পথ ভুলে যা
যা রে আকাশে উড়ে যা
যা রে পথ ভুলে যা

জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়

পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা


পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা