Bashir Ahmed
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে বাঁধন কেটে যা
যা রে হৃদয় ভেঙ্গে যা
যা রে বাঁধন কেটে যা
যা রে হৃদয় ভেঙ্গে যা
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে আকাশে উড়ে যা
যা রে পথ ভুলে যা
যা রে আকাশে উড়ে যা
যা রে পথ ভুলে যা
জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
জানি রে এ জীবনে তোকে পাবার নয়
আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
যা রে যাবি যদি যা
অসাধারণ
উত্তরমুছুন