Funny লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Funny লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

লোকাল বাস

শিল্পী : প্রিতম হাসান

গীতিকার : প্রিতম হাসান

সুরকার : গোলাম রব্বানী

 

নিজের ভাল বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ

আমি কান্দি তোর দুঃখে
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস

দেই কাঠের চশমা চোখে
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ

বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস (3x)

* র‍্যাপ বাই শাফাইয়াত

ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর

স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক

ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ

ওহ তুই দেখলি শুধু ফাইদা রে
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস

দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখের
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ

বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস (x4)
তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামা

local bus

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

বিয়ে করবোনা

করবো না বিয়ে বিয়ে করবোনা (চারবার)
বিয়ে করে আজকাল নেই কোন শান্তি
পরদিন থেকে শুরু হবে যে অশান্তি
মধু রাতে বুঝিয়ে দেবে তোমাকে।
করেছো বিয়ে তুমি কোন গোমাটে
হে হে....
এটা খাই খাইনা ওটা
ছুতে পারবে না কেউ তার কোনটা
কিন্চিৎ উচ্ছল মুখেরই হাসি
কিছু দিন যেতে না যেতেই হবে বাসি
উস্কো খুস্কো চুল খোচা খোচা দাড়ি
বাজারেতে থলে হাতে ছুটো তাড়াতাড়ি
ওমুকটা নেই আর তমুকটা এনো
শালা শালী এসেছে মনে থাকে যেনো।
হাসি খুশি পাবে না কখনো যে তাকে
বাঁকা পথে নিয়ে যাবে আলোচনাকে
যদিওবা কখনো সে হাসি খুশি থাকে
ভাবনায় পরে যাই কি ফন্দি আটে
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

শখ করে কিছু যদি দাও যদি এনে
ভালো কভু বলবে না, নেবে না তা মেনে
শাড়ি চাই চুড়ি চাই থ্রি-পিচ চাই
হাজার কিনে দিলেও নাই কিছু নাই নাই নাই নাই
গাড়ি বাড়ি চাই টিভিটা কালার
জোড়া জোড়া হাই হিল চাইযে প্রিয়ার
প্রতি মাসে অর্নামেন্ট নতুন এক সেট
দিতে হবে নইলে করবে বিহেট
কার স্বামী দিয়েছে কাকে কটা গিফট
ঠিক ঠিক এনে দেবে সেই সব লিষ্ট
ভাববে না কত তুমি বেতনটা পাও
চাই তার সব কিছু সব কিছু দাও
ওহ....
ফ্রিজ চাই ঘরে চাই  এয়ারকন্ডিশন
বুঝতে চাইবে না সে তোমার পজিশন
একবার বলবে না তোমাকেই চাই
তুমি ছাড়া কিছু আর চাইবার নাই।

বিয়ের অর্থ যদি এই হয়
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

বিয়ে করে বেড়ে যাবে দুর্ভোগিতা
কমে যাবে জীবনের সব প্রতিটা
কদিনেই মাথা খসে পরে যাবে চুল
সব কাজে শুরু হবে বড় বড় ভুল
বসে যাবে গাল চোখ যাবে ঢুকে
হার্ডফেল হয়ে যাবে সুন্নের বুকে
খেতে শুধু শুনবে সারাক্ষন গান
পান থেকে চুন খসে গেলে অভিমান
ওদেরতো সব ভালো আমরা যে ব্যাড
ওদের সব গুড নিউস আমাদের স্যাড
বাবা মা ছাড়া হতে হবে দুদিনেই
ভাই বোন আত্বীয় কেউ বুঝি নেই নেই নেই
বেতনের সব টাকা দিতে হবে তাকে
কিছু টাকা গোপনে সে রাখেনি যে হাতে
বন্ধুর আড্ডায় পারবে না যেতে
শখ করে ভালো কিছু পারবে না খেতে...

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

রেগে গেলে চলে যাবে বাপের বাড়ি
মাঝে মাঝে হয়ে যাবে কত ছাড়াছাড়ি
জমি যদি কেন তবে তার নামে দাও
ছেলে হলে বলবে তারযে ওটাও ওহো...
শেখাবেনা দাদা দাদি চাচু বলা ডাক
শেখো সুধু নানা মামা খালামনি বাক
তোমার টাকাটা নিয়ে বলবে সে তার
যদি চাও কদাচিৎ পেতে পারো ধার
তাই বলে ভেবোনা যে পেয়ে গেছো পার
চরা শুধে দিতে হবে ফেরৎ আবার
ফুপুর মামার খালু তার কোন বোন
এসেছে সে তাকে কিছু দিতে হবে লোন
সেবা যদি তুমি পাও কখনো যে তার
মনে রেখো দেবে খোটা দিনে সাত বার

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

biye korbona 



রবিবার, ৪ জুন, ২০১৭

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না

ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না।।
ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না
দিনে-রাতে মিসকল মারে, ফোন করে না
টুনি ইসকুলে যাইবো, টুনি বারান্দায় আইবো,
টুনিরে দেইখা আমার পরান জুড়াইবো।
টুনি আমার জানেরই জান, পরানের পরান
টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান।।
টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো
টুনিরে লইয়া আমি বাসর সাজাবো।
টুনিরে লইয়া যাইমু আমি ফ্যান্টাসি কিংডম
লুকাল বাসে চইড়া যামু, খরচ হবে কম।।
টুনি আইস্ক্রিম খাইবো, টুনি ঝালমুড়ি খাইবো
টুনিরে লইয়া আমি নৌকা দৌড়াইবো।
টুনিরে লইয়া যামু আমি ঢাকা-মিরপুর
খাইতে দিমু দেশী চিঁড়া, লগে দিমু গুড়।।
টুনি আমেরিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইবো।।
টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার।।
টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো
সুখে-দুখে একই সাথে দিন কাটাবো।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

করবো না বিয়ে বিয়ে করবোনা

করবো না বিয়ে বিয়ে করবোনা (চারবার)
বিয়ে করে আজকাল নেই কোন শান্তি
পরদিন থেকে সুরু হবে যে অশান্তি
মধু রাতে বুঝিয়ে দেবে তোমাকে।
করেছো বিয়ে তুমি কোন গোমাটে
হে হে....
এটা খাই খাইনা ওটা
ছুতে পারবে না কেউ তার কোনটা
কিন্চিৎ উচ্ছাল মুখেরই হাসি
কিছু দিন যেতে না যেতেই হবে বাশি।
উস্কো খুস্কো চুল খোচা খোচা দাড়ি
বাজারেতে থলে হাতে ছুটো তারাতারি
ওমুকটা নেই আর তমুকটা এনো
শালা শালি এসেছে মনে থাকে যেনো।
হাসি খুশি পাবে না কখনোযে তাকে
বাঁকা পথে নিয়ে যাবে আলোচনাকে
যদিওবা কখোন সে হাসি খুশি থাকে
ভাবনায় পরে যাই কি ফন্দি আটে
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

সখ করে কিছু যদি দাও যদি এনে
ভালো কভু বলবে না নেবেনা তা মেনে
শারী চাই চুড়ি চাই ত্রি-পিচ চাই
হাজার কিনে দিলেও নাই কিছু নাই নাই নাই নাই
গাড়ি বাড়ি চাই টিভিটা কালার
জোরা জোরা হাই হিল চাইযে প্রিয়ার
প্রতি মাসে অর্নামেন্ট নতুন এক সেট
দিতে হবে নইলে করবে বিহেট
কার স্বামী দিয়েছে কাকে কটা গিফট
ঠিক ঠিক এনে দেবে সেই সব লিষ্ট
ভাববে না কত তুমি বেতনটা পাও
চাই তার সব কিছু সব কিছু দাও
ওহ....
ফ্রিজ চাই ঘরে চাই এ্যারকন্ডিশন
বুঝতে চাইবে না সে তোমার পজিশন
একবার বলবে না তোমাকেই চাই
তুমি ছারা কিছু আর চাইবার নাই।

বিয়ের অর্থ যদি এই হয়
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

বিয়ে করে বেরে যাবে দুর্ভোগিতা
কমে যাবে জিবনের সব প্রতিটা
কদিনেই মাথা খসে পরে যাবে চুল
সব কাজে শুরু হবে বড় বড় ভুল
বসে যাবে গাল চোখ যাবে ঢুকে
হার্ডফেল হয়ে যাবে সুন্নের বুকে
খেতে সুধু শুনবে সারাক্ষন গান
পান থেকে চুন খসে গেলে অভিমান
ওদেরতো সব ভালো আমরা যে ব্যাড
ওদের সব গুড নিউস আমাদের স্যাড
বাবা মা ছারা হতে হবে দুদিনেই
ভাই বোন আত্বীয় কেউ বুঝি নেই নেই নেই
বেতনের সব টাকা দিতে হবে তাকে
কিছু টাকা গোপনে সে রাখেনি যে হাতে
বন্ধুর আড্ডায় পারবে না যেতে
সখ করে ভালো কিছু পারবে না খেতে...

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

রেগে গেলে চলে যাবে বাপের বাড়ি
মাঝে মাঝে হয়ে যাবে কত ছারা ছারি
জমি যদি কেন তবে তার নামে দাও
ছেলে হলে বলবে তারযে ওটাও ওহো...
সেখাবেনা দাদা দাদি চাচু বলা ডাক
সেখো সুধু নানা মামা খালামনি বাক
তোমার টাকাটা নিয়ে বলবেসে তার
যদি চাও কদাচিৎ পেতে পারো ধার
তাই বলে ভেবোনা যে পেয়ে গেছো পার
চরা সুধে দিতে হবে ফেরৎ আবার
ফুপুর মামার খালু তার কোন বোন
এসেছে সে তাকে কিছু দিতে হবে লোন
সেবা যদি তুমি পাও কখনো যে তার
মনে রেখো দেবে খোটা দিনে সাত বার

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

Click to Hear This Song