করবো না বিয়ে বিয়ে করবোনা
(চারবার)
বিয়ে করে আজকাল নেই কোন
শান্তি
পরদিন থেকে শুরু হবে যে অশান্তি
মধু রাতে বুঝিয়ে দেবে
তোমাকে।
করেছো বিয়ে তুমি কোন
গোমাটে
হে হে....
এটা খাই খাইনা ওটা
ছুতে পারবে না কেউ তার
কোনটা
কিন্চিৎ উচ্ছল মুখেরই
হাসি
কিছু দিন যেতে না যেতেই
হবে বাসি।
উস্কো খুস্কো চুল খোচা
খোচা দাড়ি
বাজারেতে থলে হাতে ছুটো
তাড়াতাড়ি
ওমুকটা নেই আর তমুকটা
এনো
শালা শালী এসেছে মনে
থাকে যেনো।
হাসি খুশি পাবে না কখনো
যে তাকে
বাঁকা পথে নিয়ে যাবে
আলোচনাকে
যদিওবা কখনো সে হাসি
খুশি থাকে
ভাবনায় পরে যাই কি ফন্দি
আটে
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
আহা.... আহা... আহা...হা
শখ করে কিছু যদি দাও
যদি এনে
ভালো কভু বলবে না, নেবে
না তা মেনে
শাড়ি চাই চুড়ি চাই থ্রি-পিচ
চাই
হাজার কিনে দিলেও নাই
কিছু নাই নাই নাই নাই
গাড়ি বাড়ি চাই টিভিটা
কালার
জোড়া জোড়া হাই হিল চাইযে
প্রিয়ার
প্রতি মাসে অর্নামেন্ট
নতুন এক সেট
দিতে হবে নইলে করবে বিহেট
কার স্বামী দিয়েছে কাকে
কটা গিফট
ঠিক ঠিক এনে দেবে সেই
সব লিষ্ট
ভাববে না কত তুমি বেতনটা
পাও
চাই তার সব কিছু সব কিছু
দাও
ওহ....
ফ্রিজ চাই ঘরে চাই এয়ারকন্ডিশন
বুঝতে চাইবে না সে তোমার
পজিশন
একবার বলবে না তোমাকেই
চাই
তুমি ছাড়া কিছু আর চাইবার
নাই।
বিয়ের অর্থ যদি এই হয়
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
বিয়ে করে বেড়ে যাবে দুর্ভোগিতা
কমে যাবে জীবনের সব প্রতিটা
কদিনেই মাথা খসে পরে
যাবে চুল
সব কাজে শুরু হবে বড়
বড় ভুল
বসে যাবে গাল চোখ যাবে
ঢুকে
হার্ডফেল হয়ে যাবে সুন্নের
বুকে
খেতে শুধু শুনবে সারাক্ষন
গান
পান থেকে চুন খসে গেলে
অভিমান
ওদেরতো সব ভালো আমরা
যে ব্যাড
ওদের সব গুড নিউস আমাদের
স্যাড
বাবা মা ছাড়া হতে হবে
দুদিনেই
ভাই বোন আত্বীয় কেউ বুঝি
নেই নেই নেই
বেতনের সব টাকা দিতে
হবে তাকে
কিছু টাকা গোপনে সে রাখেনি
যে হাতে
বন্ধুর আড্ডায় পারবে
না যেতে
শখ করে ভালো কিছু পারবে
না খেতে...
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
আহা.... আহা... আহা...হা
রেগে গেলে চলে যাবে বাপের
বাড়ি
মাঝে মাঝে হয়ে যাবে কত
ছাড়াছাড়ি
জমি যদি কেন তবে তার
নামে দাও
ছেলে হলে বলবে তারযে
ওটাও ওহো...
শেখাবেনা দাদা দাদি চাচু
বলা ডাক
শেখো সুধু নানা মামা
খালামনি বাক
তোমার টাকাটা নিয়ে বলবে
সে তার
যদি চাও কদাচিৎ পেতে
পারো ধার
তাই বলে ভেবোনা যে পেয়ে
গেছো পার
চরা শুধে দিতে হবে ফেরৎ
আবার
ফুপুর মামার খালু তার
কোন বোন
এসেছে সে তাকে কিছু দিতে
হবে লোন
সেবা যদি তুমি পাও কখনো
যে তার
মনে রেখো দেবে খোটা দিনে
সাত বার
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে
করবোনা
biye korbona
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন