শনিবার, ৩ আগস্ট, ২০১৯

ও পরানের পাখিরে



ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।

চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে


মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে

—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা’ ৯৩

মৌচাক মার্কেটে হলো দেখা


কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ




মৌচাক মার্কেটে হলো দেখা

নিউ মার্কেটে হলো পরিচয়

রমনা পার্কে বসে গাছের ছায়ায়

মনটা করেছি বিনিময়


মহিলা সমিতির থিয়েটারে

কত না নাটক দেখেছি

চাংপাই চাইনিজ রেস্তোরায়

কত না গল্প করেছি

দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়

মনটা করেছি বিনিময়





সংসদ ভবনের খোলা মাঠে

কত না বিকেল কেটেছে

ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়

কত না ভালো লেগেছে

দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়

মনটা করেছি বিনিময়


—————–

নাই টেলিফোন নাইরে পিয়ন

শিল্পী: পাপিয়া সারোয়ার.

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।

কুসুম কলি