ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।
চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে
মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে
—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা’ ৯৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন