কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
মৌচাক মার্কেটে হলো দেখা
নিউ মার্কেটে হলো পরিচয়
রমনা পার্কে বসে গাছের ছায়ায়
মনটা করেছি বিনিময়
মহিলা সমিতির থিয়েটারে
কত না নাটক দেখেছি
চাংপাই চাইনিজ রেস্তোরায়
কত না গল্প করেছি
দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়
মনটা করেছি বিনিময়
সংসদ ভবনের খোলা মাঠে
কত না বিকেল কেটেছে
ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়
কত না ভালো লেগেছে
দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়
মনটা করেছি বিনিময়
—————–
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন