1.My Favorite লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
1.My Favorite লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

দুই নয়নে তোমায় দেখে

কথা — মনিরুজ্জামান মনির
সংগীত — আলম খান
শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন


দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না

গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
দিল এক অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ,
সে কিরণে লাগে গ্রহন দেখা যখন পাই না,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
ফুলের মতো যায় গো ঝড়ে না পূরিতে সপন
এই জনমে আর জনমে একা হতে চাইনা,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না


হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা
হুম হুম লা লা লা লা লা

চলচ্চিত্র — মাইয়ার নাম ময়না (১৫/০৬/১৯৯০)
পরিচালক — মোহাম্মদ হান্নান


dui noyone tomay dekhe


মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

খোকা

কন্ঠঃ প্রীতম হাসান, ফেরদৌস ওয়াহিদ
কথাঃ প্রীতম হাসান, নুহাশ হুমায়ুন
সুরঃ প্রীতম হাসান



না না না যাবো না না কোত্থাও যাবো না
আমি মরে গেলেও না, শোধ না হলে ঋণ
দামি ফোন আর দামি ঘড়ি সবই তো দিলাম
তবু সময় দিলে না।
কল দাওনা কোনোদিন,
শুধু বলো ফোন দিয়োনা রাতে,
আব্বু পাশে থাকে,
ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না।
আমার বন্ধু জানে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়?

আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”

গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল
তোমার এ সত্যিকারের প্রেমের নামে
দিয়া দিছে বড়ো গোজামিল,
নাও ঠেলা।

জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন,
তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন।

এখন বলো কি করছো, কেমন আছো ?
নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কি জানে?
সুর পারে আমার গানে?
না কি সে কোনো প্রিয় গানের মদতে?
প্রথম প্রথম ভালো লাগে, পরে ফেলে রাখে
আমি ছিলাম যখন সাথে, ফোনটা উল্টো থাকে,
উঁকি মারো মাঝে, আমি কিছু বুঝিনা।

আমার কানে আসে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়?

তাই তো মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”
আমার মা বলেছিলো
“খোকা তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না”

গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল।
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

টেকা পাখি

Masha Islam

Teka Pakhi Lyrics in Bengali is Written by Anam Biswas.

Music Composed by Emon Chowdhury

Dui Diner Duniya - দুই দিনের দুনিয়া



হুম হুম (হাসি)

টেকা ও টেকা ডার-লিং

তুমায় চেনা দায়

আমি আছি আছি শুধু

তুমার অপেক্ষায় (২)

তুমি আমার জান রে জান

তুমি পরান পাখি

দিয়োনাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া-উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো.. আমার ডালে বসো

তুমি আমার টুরু টুরু

টুরু টুরু লাভ

ও টেকা ও ডার-লিং

তুমি টুরু টুরু লাভ

টেকা ও ডার-লিং

তুমার ছুটো ইশারায়

আমার মন ডা যে মুচড়ায়

আমার মন ডা যে মুচড়ায়

তুমি আমার জানরে জান

তুমি পরান পাখি

দিয়ো নাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি...

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো..আমার ডালে বসো

teka pakhi

শুক্রবার, ২২ জুলাই, ২০২২

সাদা কালা কালা

Lyrics and Composition :Hashim Mahmud
Music : Emon Chowdhury
Vocal Arfan Mredha Shiblu 

 

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
 

হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।।

পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।

সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
 

হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি .. 

Shada Shada Kala Kala

Tumi bondhu kala pakhi

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Humein Tumse Pyaar Kitna

This Hindi song is sung by Kishore Kumar for the Bollywood movie Kudrat. The music is composed by RD Burman whereas Majrooh Sultanpuri penned Humein Tumse Pyaar Kitna Lyrics.

Singer: Kishore Kumar

Lyrics: Majrooh Sultanpuri

Composer: RD Burman

Movie: Kudrat (1981)

Starting: Rajesh Khanna, Hema Malini



Humein tumse pyar kitna yeh hum nahi jaante
Even I don’t know as to how much I love you
Magar ji nahi sakte tumhare bina
But I know that I can’t live without you
Humein tumse pyar kitna yeh hum nahi jaante
Even I don’t know as to how much I love you
Magar ji nahi sakte tumhare bina
But I know that I can’t live without you
Humein tumse pyar
Even I don’t know as to how much I love you
Suna gham judaai ka uthate hai log
I’ve heard that people bear the sorrow of separation
Jaane zindagi kaise bitate hai log
I don’t know how people spend their life in that
Din bhi yahan toh lage baras ke samaan
Even days here seem to be like years
Humein intezar kitna yeh hum nahi jaante
Even I don’t know as to how much I’ve waited for you
Magar ji nahi sakte tumhare bina
But I know that I can’t live without you
Humein tumse pyar
Even I don’t know as to how much I love you
Tumhe koi aur dekhe toh jalta hai dil
My heart burns when someone else looks at you
Badi mushkilo se phir sambhalta hai dil
Then it takes a lot of effort for my heart to stabilize
Kya kya jatan karte hai tumhe kya pata
You don’t even know what all have I done for you
Yeh dil beqarar kitna yeh hum nahi jaante
Even I don’t know as to how much my heart is restless
Magar ji nahi sakte tumhare bina
But I know that I can’t live without you
Humein tumse pyar kitna yeh hum nahi jaante
Even I don’t know as to how much I love you
Magar ji nahi sakte tumhare bina
But I know that I can’t live without you
Humein tumse pyar
Even I don’t know as to how much I love you

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ও ছেরি ও ছেরি

Lyrics: Pagla Imran
Fusion by: Charpoka

ওরে, এককালে তোর লাইগা ইশকুল পালাইতাম…
তোর লাইগা গঞ্জ থেইকা চুড়ি আনিতাম…X2
তোর কথা মনে হইলে গান ধরিতাম…
আমি তোর কথা মনে হইলে গান ধরিতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2

এককালে তোর মায়ের বকা খাইতাম…
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম…
এককালে তোর পিছু পিছু যাইতাম…
গাছের আড়ালে থাইকা তোরেই দেখতাম…
তোর কথা মনে হইলে গান ধরিতাম…
আমি তোর কথা মনে হইলে গান ধরিতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2

এককালে তোর লাইগা কবিতা লেখতাম…
সে কবিতা দিয়া গান বানাইতাম…
এককালে তোর লাইগা জোছনা দেখতাম…
সে জোছনা তোরে আইনাও দিতাম…
তোর কথা মনে হইলে উদাশ হইতাম…
আমি তোর কথা মনে হইলে উদাশ হইতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2

O Cheri O cheri 

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আমার কোন জায়গা নাইরে

পুতুল

 আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।
তোমার মনের কুসুম কুসুম নিরজণতায়
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।

আমি বাউল হতে চাই রে বন্ধু বাউল হতে চাই
তোমার মনের মেঠো পথে দূরের কোন গাঁয়।
তোমার বাঁশীর সুরে সবই ভুলে যেতে চাই ।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।

আমি জিরিয়ে নিতে চাই রে একটু জিরিয়ে নিতে চাই
তোমার মনের বট বৃক্ষের শীতল ছায়ায় ।
তোমার চেনা সুরে সুরে উদাস হতে চাই।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।

তোমার মনের কুসুম কুসুম নিরজণতায়
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।

amar kono jaiga naire

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়


সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়
বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?
কালো কালো করিসনা লো ও গোয়ালের ঝি 
আমায় বিধাতা করেছে কালো আমি করব কী?
এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়
আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল 
সর্প হয়ে কালো বাশি রাধাকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি
দুই এক খানা ঝাড়া দিয়া বিষ করিব পানি
আমারও অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল
ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদম তলায় থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো
পরেরও রমণী দেখে জালায় জলে মরো
বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেধে যমুনাতে যাও
কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি

বুধবার, ২৫ মার্চ, ২০২০

মানুষ মানুষের জন্য

একটি অনুরোধ সবার প্রতি 

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারেনা
ও বন্ধু ।।

মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবেনা
ও বন্ধু ।।

বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি ।

মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয়না মানুষ
সেই দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবেনা

ও বন্ধু ।।

Bhupen Hazarika (
( ভূপেন হাজারিকা )
manush manusher jonno

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

বলবো না গো আর কোনদিন

Singer: Baul Sukumar
Lyrics & Tune: Baul Sukumar


বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

বলে ছিলে গো, ভালবাসি গো

আজ কেন গো এমন হলো?

এমন হলো.

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যদি হয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ।

কেন প্রতিবাদ.


বলবোনা গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত

সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।

বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বোলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে।

Bolbona go aar konodin