Lyrics: Pagla Imran
Fusion by: Charpoka
ওরে, এককালে তোর লাইগা
ইশকুল পালাইতাম…
তোর লাইগা গঞ্জ থেইকা চুড়ি আনিতাম…X2
তোর কথা মনে হইলে গান ধরিতাম…
আমি তোর কথা মনে হইলে গান ধরিতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2
এককালে তোর মায়ের বকা খাইতাম…
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম…
এককালে তোর পিছু পিছু যাইতাম…
গাছের আড়ালে থাইকা তোরেই দেখতাম…
তোর কথা মনে হইলে গান ধরিতাম…
আমি তোর কথা মনে হইলে গান ধরিতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2
এককালে তোর লাইগা কবিতা লেখতাম…
সে কবিতা দিয়া গান বানাইতাম…
এককালে তোর লাইগা জোছনা দেখতাম…
সে জোছনা তোরে আইনাও দিতাম…
তোর কথা মনে হইলে উদাশ হইতাম…
আমি তোর কথা মনে হইলে উদাশ হইতাম…
ও ছেরি ও ছেরি…ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালবাসিতাম…x2
O Cheri O cheri
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন