সুবীর নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুবীর নন্দী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

তুমি এমনই জাল পেতেছো সংসারে


শিল্পীঃ সুবীর নন্দী 

ছায়াছবি: শুভদা
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান



তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।
আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু’চোখে মেলে পাই না খুঁজে তারে।।
আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে


শিল্পীঃ সুবীর নন্দী ও শাম্মী আখতার
অ্যালবামঃ কাজল লতা (১৯৮২)


এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
হায় তুমি কোথায় ।।
ভালবাসার রঙ্গে রঙ্গে ।।
আমি সাজাবো তোমায়
তুমি কোথায় ।।
এমন করে ডাকো যদি ।।
আমার ঘরে থাকাই দায়
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
তুমি সাথী হয়ে এলে
আমি নয়ন ভরে জীবন ভরে
রাখবো তোমায় আপন করে
সুখে দুঃখে দেখনবো তোমায়
প্রেমের প্রদীপ জ্বেলে
আমি চীর সাথী হয়ে এলাম
চির দিনের আশায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়
ও ও ও……
আমি থাকি বা না থাকি
তবু বাতাস হয়ে সুবাশ হয়ে
তোমায় কাছে আসবো বয়ে
গানে গানে ডাকবো তোমায়
হয়ে বনের পাখী
আমি বুকের মাঝে রাখবো তোমায়
বুকের ভালোবাসায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

হাজার মনের কাছে প্রশ্ন রেখে


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরব

আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।


· শিল্পীঃ সুবীর নন্দী
·

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

হাজার মনের কাছে প্রশ্ন রেখে



হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই
———————–
শিল্পীঃ সুবীর নন্দী

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

বন্ধু হতে চেয়ে তোমার


শিল্পীঃ সুবীর নন্দী


বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গন্য হলাম

তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়
বিরূপ মনের ভাবনা হলাম সে-ও মন্দ নয়
আমি বৈরী হলেও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম



ছায়াছবি: মাটির মানুষ
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

কত যে তোমাকে বেসেছি ভালো

কন্ঠঃ সুবীর নন্দী
সুরঃ আলী হোসেন
মুভিঃ উসিলা
অ্যালবামঃ প্রেম বলে কিছু নেই

———————————————————–
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে

ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

পাখিরে তুই দূরে থাকলে



পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকূল হয়ে
মরে যেতে চায়
পাখিরে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখিরে তুই. . .
পাখিরে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
মনে মনে তোমায় ডাকি সারাবেলা
তা কি জানো না
যদি কোনদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়
পাখিরে তুই কবে আমার
আপন হবি কিছুই জানি না
pakhire tui dure thakle
——————————–
সুবীর নন্দী

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি



আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই
———————–

সুবীর নন্দী