হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।
· শিল্পীঃ সুবীর নন্দী
·
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন