হে আল্লাহ, হে আল্লাহ রে
এতো সুন্দর দুনিয়ায়
কিছুই রবে না গো
হে আল্লাহ হে আল্লাহ রে।
টাকা ঘর বাড়ি গাড়ি।
টাকা বল ধন বল
বাড়ি বল গাড়ি বল
সব যাবে হাওয়ায় উড়ে
ইস্রাফিলের শিঙ্গা শুনে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
প্রেম প্রীতি ভালবাসা।
প্রেম প্রীতি ভালবাসা
এ যে শুধু মিছে আশা
দুদিনের খেলাঘর
সব যাবে ভেঙ্গে চুরে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
এতো সুন্দর দুনিয়ায়
কিছুই রবে না গো
হে আল্লাহ হে আল্লাহ রে।
টাকা ঘর বাড়ি গাড়ি।
টাকা বল ধন বল
বাড়ি বল গাড়ি বল
সব যাবে হাওয়ায় উড়ে
ইস্রাফিলের শিঙ্গা শুনে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
প্রেম প্রীতি ভালবাসা।
প্রেম প্রীতি ভালবাসা
এ যে শুধু মিছে আশা
দুদিনের খেলাঘর
সব যাবে ভেঙ্গে চুরে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন