সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

এই রাত তোমার আমার | Ei Raat Tomar Amar

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
শুধু দু'জনের-
এই রাত শুধু যে গানের ।
এই ক্ষণ এ দু'টি প্রাণের ।
কুহূ কূজনের-

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
তুমি আছি আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
তুমি আছি আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দু'জনের-

এই রাত তোমার আমার ।
ওই চাঁদ তোমার আমার ।
শুধু দু'জনের-


--সিনেমাঃ দীপ জ্বেলে যাই ১৯৫৯
--শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন