James (জেমস্) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
James (জেমস্) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা



তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা ।।


পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।

তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা

তুমি জানলে না।।

tumi janle na

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

কিছু ভুল ছিল তোমার

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দাগ থেকে যায়

কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি
একসাথে চলতে, কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি।
যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।
যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।
এই ছন্নছাড়া অগোছালো জীবনে
কেন এসেছিলে সব সাজাতে, হায় কে জানে,
সব গড়েছ তুমি, আবার ভেঙ্গেছ নিজেই
রেখে গেছ বিস্মৃতির অবগাহনে
যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।
যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।

kisu vul chilo tomar
 

সোমবার, ২০ মার্চ, ২০১৭

ছেলে আমার বড় হবে


শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বহুরূপী



ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকবোনা
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক র্উধ্বে
হঠা” অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার
ওরে বুকে আয়।
চশমাটা তেমনি আছে
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আজানের ধ্বনি আজো শুনি
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই
দরাজ কন্ঠে ভরা পবিত্র
কুরআনের বাণী।
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার
ওরে বুকে আয়।
ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো খোকা ও খোকা
যখন আমি থাকবোনা
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক র্উধ্বে
হঠা” অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার
ওরে বুকে আয়।

 chele amar boro hobe

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অন্তর নামের এই যন্তর



অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)
অমাবস্যায় দেখি চাঁদেরই আলো
এই পাগলা তোরে বাসেরে ভালো
তুই ছাড়া যোগফল শুন্য
জীবনটাই অবান্তর।
অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)
কসম আকাশ আর কসম মাটি
আর সব মিছে তুই শতভাগ খাঁটি
তোর কথাতেই বাজি রাখতে পারি
এই না জীবনের প্রান্তর
অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)


শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

জেল থেকে আমি বলছি


ব্যান্ড:: ফিলিংস
অ্যালবামঃ জেল থেকে বলছি


দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নিঃশ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।

কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধ্বভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক‌‌‌‌‌’ টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।

জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

কখনও কোন পথের মাঝে

ফিলিংস



কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

এই চোখের জলে সাগরটা ব্যাথা পেয়ে
হয়ে গেছে বড় বেশি লোনা,
রক্তক্ষরণে বুকটাতে এত ক্ষত জমে গেছে
এই বুকটাকে আর যায়না যে চেনা।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

ঝড়ো বাতাসে মোম
জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
বাঁচার পথটি তবু
খুঁজে নিতে চায়।
আমার এ দুচোখ শুধু
আঁধারের রুপ দেখে
নি:শেষ হয়ে শেষ খুঁজে
তুমি কোথায়।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে।

কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিধাতা তুমি

বিধাতা তুমি ফিরে যাও

একটু দাড়াও যমদূত

চিঠি এসেছে

প্রিয়ার কাছ থেকে

অদ্ভুত এক দাবি নিয়ে

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।


উপহার কি হবে

ভাবছি যে তাই

সূর্য যে তার চাই চাই

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।


বাহন কি হবে

ভাবছি যে তাই

মেঘ ছাড়া যে উপায় নাই

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

সুরের টানে

সুরের টানেই আমার নেশা
সুরের মাঝেই আমার দিশা
একটা গিটার সঙ্গী সাথী
সুরের ভুবনে
ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যাই লালন বেশে
ছিনিয়ে নিয়ে একতারাটা
বাজাই সুখে
সুরের সাগর দিচ্ছি পাড়ি
সুরের নায়েই ঘর আর বাড়ি
ইচ্ছে হলেই কাঁদি হাসি
সুরেরই মায়ায়
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি
মুঠোয় ধরে প্রেম
আমি সুরের মাঝে বাঁধাই করি
তোমার ছবির ফ্রেম।
সুরের টানে বৃষ্টি নামাই
ইচ্ছে মত মনটা ভেজাই
সুরের টানে জোছনা নামে
আঁধার ভেঙ্গে আলোর দামে
সুরের সাগর দিচ্ছি পাড়ি
সুরের নায়েই ঘর আর বাড়ি
ইচ্ছে হলেই কাঁদি হাসি
সুরেরই মায়ায়
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি
মুঠোয় ধরে প্রেম
আমি সুরের মাঝে বাঁধাই করি
তোমার ছবির ফ্রেম।
সুরের বনে আগুন লাগাই
যত্ন করে কষ্ট পোড়াই
সুরের তাপে বরফ গলে
হৃদয় ভাসে সুখের জলে
সুরের সাগর দিচ্ছি পাড়ি
সুরের নায়েই ঘর আর বাড়ি
ইচ্ছে হলেই কাঁদি হাসি
সুরেরই মায়ায়
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি
মুঠোয় ধরে প্রেম
আমি সুরের মাঝে বাঁধাই করি
তোমার ছবির ফ্রেম।

—————————————————————-
কন্ঠঃ জেমস। এলবামঃ অপরিচিতা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

শেষ দেখা

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শেষ দেখা

=========================
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,

কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দু:খ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প।
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

Sesh Dekha by James

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,

তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

পাগলা হাওয়া



Lyricist: Rajib Ahmed
Composer: Sawkat


পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে

ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।

পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে

ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।

চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জ্বলেনি ওই আকাশে

প্রিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে

চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জ্বলেনি ওই আকাশে

প্রিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে

ওরে ওরে হাওয়া থামনারে, বন্ধু আসছে বহুদিন পরে।

বিজলী চমকালো না এসে, জোনাকগুলো নেইকো পাশে

বিজলী রে তুই নিভে গেলে বন্ধুরে চিনবো কি করে।

বিজলী চমকালো না এসে, জোনাকগুলো নেইকো পাশে

বিজলী রে তুই নিভে গেলে বন্ধুরে চিনবো কি করে।

ওরে ওরে হাওয়া থামনারে, বন্ধু আসছে বহুদিন পরে।।

ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।

পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে

ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।

পাগলা হাওয়ার তরে মাটির প্রিদিম নিভু নিভু করে

ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।।

pagla hawa





শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

দশ মাস দশ দিন


দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারন

কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন

হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো

জন্মান্তরের বাঁধন কোথা হারালো

সবাই বলে অই আকাশে লুকিয়ে আছে

খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে মা

ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা

মায়ের কোলে শুয়ে হারান সে সুখ

অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ

অনেক ঋণের জালে মাগ বেঁধেছিলে তাই

বিষাদের অভয় অরণ্যে ভয় তবু পাই

সবাই বলে অই আকাশে লুকিয়ে আছে

খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে মা

ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা





Dosh mas dosh din dhore
Gorve dharon
Koster tibrotay koreche
Amay lalon
Hotat kothay na bole
Hariye gelo
Jonmantorer badhon kotha
Haralo


Sobai bole oi akashe lukiye ache
Khuje dekho pabe dur nokhkhotro majhe


Rater tara amay ki tui bolte paris
Kothay ache kamon ache maa
Bhorer tara rater tara maa ke janiye dis
Onek kedechi r kadte pari na


Mayer kole shue harano se shukh
Onno mukhe khuje firi sei priyo mukh
Onek riner jale mago bedhe chile tai
Bisader ovoyaronne bhoy tobu pai


Sobai bole oi akashe lukiye ache
Khuje dekho pabe dur nokhkhotro majhe





Rater tara amay ki tui bolte paris
Kothay ache kamon ache maa
Bhorer tara rater tara maa ke janiye dis
Onek kedechi r kadte pari na

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

ছেলে আমার বড় হবে

ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধে
হঠাৎ অজানা ঝড়ে
তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার
ওরে বুকে আয়
চশমাটা তেমনি আছে
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আজানের ধ্বনি আজ শুনি
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই
দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরানের বাণী
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার
ওরে বুকে আয় -
sele amar boro hobe
James