Bangla Lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangla Lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

দুই নয়নে তোমায় দেখে

কথা — মনিরুজ্জামান মনির
সংগীত — আলম খান
শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন


দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না

গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
দিল এক অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ,
সে কিরণে লাগে গ্রহন দেখা যখন পাই না,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
ফুলের মতো যায় গো ঝড়ে না পূরিতে সপন
এই জনমে আর জনমে একা হতে চাইনা,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না


হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা
হুম হুম লা লা লা লা লা

চলচ্চিত্র — মাইয়ার নাম ময়না (১৫/০৬/১৯৯০)
পরিচালক — মোহাম্মদ হান্নান


dui noyone tomay dekhe


সোমবার, ৩ জুন, ২০২৪

মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি

কন্ঠঃ সুমি
কথাঃ আশিক
লালন ব্যান্ড
এ্যালবামঃ বিপ্রতীপ


মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গোসেই সে কবের আদরতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
অন্তরে তোমার সর্বনাশা হাসিঅধর্মের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখিআমার কাঁদে মনপাখিতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদেঅবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমিরক্তস্নাত হয়েতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি

 muche geche sob

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

টেকা পাখি

Masha Islam

Teka Pakhi Lyrics in Bengali is Written by Anam Biswas.

Music Composed by Emon Chowdhury

Dui Diner Duniya - দুই দিনের দুনিয়া



হুম হুম (হাসি)

টেকা ও টেকা ডার-লিং

তুমায় চেনা দায়

আমি আছি আছি শুধু

তুমার অপেক্ষায় (২)

তুমি আমার জান রে জান

তুমি পরান পাখি

দিয়োনাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া-উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো.. আমার ডালে বসো

তুমি আমার টুরু টুরু

টুরু টুরু লাভ

ও টেকা ও ডার-লিং

তুমি টুরু টুরু লাভ

টেকা ও ডার-লিং

তুমার ছুটো ইশারায়

আমার মন ডা যে মুচড়ায়

আমার মন ডা যে মুচড়ায়

তুমি আমার জানরে জান

তুমি পরান পাখি

দিয়ো নাকো ফাঁকি হায় হায়

দিয়ো নাকো ফাঁকি...

ও টেকা ও পাখি তুমি

উইড়া উইড়া আসো

উইড়া উইড়া আইসা তুমি

আমার ডালে বসো (২)

আমার ডালে বসো

হো হো..আমার ডালে বসো

teka pakhi

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

চল নিরালায়

 প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

আমি আর আমি নই

তোমাতে ডুবিয়া রই দিয়েছো পাগল করিয়া

উথাল পাথাল মন দরিয়া

পরানে শয়নে নয়নে নয়নে

তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

তুমি আর একা নও

আমাতে মিশিয়া রও 

দেখিয়া রাখিব তোমায়

পিয়াসী মনের গালিচায়

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়

চল নিরালায় চল নিরালায়

মেঘে উড়িয়া ঘুড়িয়া

ভিজিয়া ছলায়

চল নিরালায় চল নিরালায়

 

Tune and Music: Naved Parvez

Lyrics: Johny Haque

Singer: Ayon Chaklader and Atiya Anisha

Music Director : Jahid Nirob

Sound Design: Ripon Nath

 

Chol niralay

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

দীপান্বিতা

Singer-Tarif & Shift
Lyrics-Swaraj Deb


সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে
আমি তখন যোজন দূরে
একাকী, সঙ্গী মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায়, অপমানে
পেয়েছে রিক্ত শূন্যতা
সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে
দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে
দীপান্বিতা
তুমি নীল আকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে, কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে, কে জানে!
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা
অশান্ত মন, বোঝাই কাকে?
হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে
স্মৃতির পাতা
নদীর শেষে, আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে
দীপান্বিতা
শোনো না, রূপসী, তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসী, প্রেয়সী
না, না, না, না, না, না
জীবনের গলিতে, এ গানের কলিতে
চাইছি বলিতে, "ভালোবাসি"
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখিয়েছিলে
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে, বোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা
ইট-পাথরের শহরে
গাড়ি-বাড়ির এ বহরে
খুঁজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকে বৃষ্টি হারায়
দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভীড়ে
দু'চোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা
দীপান্বিতা

sorry dipannita

বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

তোমার সাথে প্রেম করিয়া

জাতি কূল মান সবই গেলো
জাতি কূল মান সবই গেলো
এখন শুধু বাকি প্রান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান

আমি তোমায় ভালবাসি
জগতে হইয়াছি দোষী
আমি তোমায় ভালবাসি
জগতে হইয়াছি দোষী
না পাইয়া তবু খুশি
না পাইয়া তবু খুশি
তোমার ছবি রাখলাম অন্তরায়
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান


মিষ্টি মধুর কথা কইয়া
আমার সাথে প্রেম করিলা
 

মিষ্টি মধুর কথা কইয়া
আমার সাথে প্রেম করিলা
এখন কেন যাও ভুলিয়া
এখন কেন যাও ভুলিয়া
একি প্রেমের খেলার প্রতিদান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান


জাতি কূল মান সবই গেলো

জাতি কূল মান সবই গেলো
এখন শুধু বাকি প্রান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া

হইলাম কতই অপমান
তোমার সাথে প্রেম করিয়া
হইলাম কতই অপমান

tomar sathe prem koriya