সোমবার, ৩ জুন, ২০২৪

মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি

কন্ঠঃ সুমি
কথাঃ আশিক
লালন ব্যান্ড
এ্যালবামঃ বিপ্রতীপ


মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গোসেই সে কবের আদরতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
অন্তরে তোমার সর্বনাশা হাসিঅধর্মের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখিআমার কাঁদে মনপাখিতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদেঅবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমিরক্তস্নাত হয়েতবুও তুমি মাথা উঁচু করেবারে বারে বল তোমায় ভালবাসিতবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি

 muche geche sob

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন