মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

হারজিৎ চিরদিন থাকবে

বাংলা সিনেমার কালজয়ী একটি গান। এটি গেয়েছিলেন আবিদা সুলতানা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর দিয়েছিলেন সত্য সাহা। এটি প্রথম ব্যবহৃত হয় ‘পুরস্কার’ সিনেমায়।


হারজিৎ চিরদিন থাকবে
তবুও এগিয়ে যেতে হবে
বাঁধাবিঘ্ন না পেরিয়ে
বড় হয়েছে কে কবে??

কে প্রথম আর কে দ্বিতী্য
ভাবছো কেনো মিছে
আসল কথা সামনে যাবো
রইবো না কেউ পিছে
জীবন টাতো অনেক বড়
মনটা কেন ছোটো কর
জয় পরাজয় সে কিছু নয়
মানুষ যদি হই সবে!!

রতন বাদশা বাবুল বাচচু
কেউ আলাদা নয়
জীবনপথে এগিয়ে যাবো
করবো নাতো ভয়
নিজের পায়ে চলতে হবে
তবেই বড় বলবে সবে।



৬টি মন্তব্য:

  1. হারজিৎ এর মধ্যদিয়েই আমাদের জীবন চলা

    উত্তরমুছুন
  2. অসংখ্য ধন্যবাদ এমন মোটিভেশনাল কবিতা / গান লিখার ও শেয়ার করার জন্য ❤️❤️

    উত্তরমুছুন
  3. নামহীন১:০৪ PM

    গানটির গীতিকার ও সুরকার কে?

    উত্তরমুছুন
  4. নামহীন১০:৫০ PM

    অসম্ভব অসাধারণ সুন্দর

    উত্তরমুছুন
  5. Gaanokobita১:০০ PM

    বাংলা সিনেমার কালজয়ী একটি গান। এটি গেয়েছিলেন আবিদা সুলতানা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে সুর দিয়েছিলেন সত্য সাহা। এটি প্রথম ব্যবহৃত হয় ‘পুরস্কার’ সিনেমায়।

    উত্তরমুছুন
  6. নামহীন১২:০৭ AM

    ভাই নিচেরযে লাইনগুলো দিয়েছেন তা কি স্বরচিত।।এরকম লিখলে মানুষ কি শিখবে।।

    উত্তরমুছুন