বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

হারালে কোথায়

বসে আছি আমি একা, নির্জন এই পথে এসে
দিয়েছিলে কথা আমায় ফিরবে তুমি এই পথে
প্রতিক্ষার প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়।
ভেবেছি শুধু যে দেখবো তুমায়
মায়াবী এ জ্যোছনায়।
হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা।
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়।
হারালে কোথায়?
চেয়ে দেখো তারাগুলো আমাদের দেয় হাতছানি
মেতেছে আজ অভিসারে
রাতেরই সুখসারি।
তুমারি দুচোখেরই ভালবাসায়
অজানা পথে নিয়ে যায়।
ভুলেছো দেখে কোন সুখের স্বপন?
ভেঙ্গেছো আমার হৃদয়।
হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা।
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়।
হারালে কোথায়?
প্রতিক্ষার প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়।
ভেবেছি শুধু যে দেখবো তুমায়
মায়াবী এ জ্যোছনায়।
হারালে কোথায়?


পঞ্চম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন