রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

জীবনের গল্প

কণ্ঠঃ এ্যান্ড্রু কিশোর
●▬▬▬▬▬▬▬▬▬●
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নেও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নেও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প
ওই ঘাসের কাঁপনেতে, দেখ আকাশ আছে ছুঁইয়ে
ওই বরফ গলা নদী, নামে পাহাড় বেয়ে বেয়ে
নীরে পাখি ফিরে যাবে, সূর্যটা গেলে অস্থ
যা কিছু দেখার নাও দেখে নেও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প
এই রঙিন পৃথিবীতে, কত মানুষ এলো গেলো
এই আসা যাওয়ার পথে, কত চেনা জানা হলো
ভুলে যেতে হবে সবি, পথ চলা হলে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নেও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নেও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো
জীবনের গল্প আছে বাকি অল্প
জীবনের গল্প আছে বাকি অল্প

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন