বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আমি আর ভাববো না


  সোলস (Souls)

আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসে অস্তিত্ব নাই
ভেসে যেতে চাই দুঃস্বপ্নে
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


যন্ত্রণাই ডুবে যেতে চাই
তাই শূন্যতাই একা থাকতে চাই
তবু ডাকবনা আমি তোমাকে
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...


আমি আর ভাববো না, মিছে আর ভাববো না
তোমাকে তোমাকে ............
যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা
পিছুটান পিছু থাক না
আমি ভাববো না আর অযথা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন