আজম খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আজম খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

কেমন আছি আমি জানতে চেয়ো না



- আজম খান 



কেমন আছি আমি
জানতে চেয়ো না
ভালো থেকো তুমি
এই কামনা
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কার আকাশে
জ্বলছো তারা হয়ে
কার আদরে
লুকিয়েছো কোন বুকে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কোন আবীরে
রাঙালে নিজেকে
ধূসরতা আজ
আমার দুচোখে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

kemon achi ami jante

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

এতো সুন্দর দুনিয়ায়

হে আল্লাহ, হে আল্লাহ রে
এতো সুন্দর দুনিয়ায়
কিছুই রবে না গো
হে আল্লাহ হে আল্লাহ রে।
টাকা ঘর বাড়ি গাড়ি।
টাকা বল ধন বল
বাড়ি বল গাড়ি বল
সব যাবে হাওয়ায় উড়ে
ইস্রাফিলের শিঙ্গা শুনে
হে আল্লাহ হে আল্লাহ রে।।
প্রেম প্রীতি ভালবাসা।
প্রেম প্রীতি ভালবাসা
এ যে শুধু মিছে আশা
দুদিনের খেলাঘর
সব যাবে ভেঙ্গে চুরে
হে আল্লাহ হে আল্লাহ রে।।

অভিমানী

আজম খান

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ
বহু দিন পড়ে
দেখা হলো দু’জনায়
অভিমান রেখো না
অভিমান রেখে
কি হবে বলো না
তুমি কিছু বোঝ না ।
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ
তুমি কি মোরে
রেখেছ বাসনায়
একবার বল না
এতকাল ধরে
থেকেছ কি ছলনা
নাকি ভালবাস না
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ও চাঁদ সুন্দর রূপ তোমার

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

সাদা মেঘ যায় উড়ে নীল গগনে
তারই মাঝে চাঁদ ভাসে আপন মনে ।।
মায়া ভরা রূপের বাহার
তারচে মায়াবি প্রিয়া আমার,
প্রিয়া আমার ……

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

যখন থাকে আমাবশ্যা ভীষণ অন্ধকার
তখন বুঝি চাঁদের আলো সবটুকুই ধার
আমার প্রিয়ার গুনের আলো নিজস্বই তার
আধার রাতে সময় হয় মালা গাথিবার

স্মৃতি ঘেরা ফুলের বাহার
নতুন চাঁদের আগমনে দেয় উপহার
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

পূর্নিমায় চাঁদের আলো ত্রি-ভূবনে
দু’জনায় প্রেমে মাতি ফুল বাগানে ।।
স্বপ্ন ঘেরা প্রেমের বাহার
তন্দ্রা এলে নেচে করে রংগ বাহার

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

অনামিকা

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেনা

ভাললাগা থেকে হয় ভালবাসা
মনের কথা বুঝাবার নেইকো ভাষ
হৃদয়ের টানে আরো কাছে আনে
তোমাকে আমার

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেন

তোমার আমার পরিচয় জানবে সব
জেনে গেলে তখন বল হবে কি উপায়
ছোট এই মনে শুধু যে জানে
তুমি যে আমার

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেন

বাংলাদেশ


- আজম খান

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে।।
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

কত মার অশ্রু আজ নয়নে
কে তা মুছাবে বা কেমনে
যে চলে যায় সে কি ফিরে আসে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

আমি যারে চাইরে


  - আজম খান

আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে
আমি যারে চেয়েও হারাই রে
আমি যারে পেয়েও হারাই রে
এই আছি এই নাই
অন্তরে নিয়েছি ঠাঁই
বিরাজ করে সে ভুবনে
ভক্তিতে মুক্তি
জানি এ শক্তি
বাসনা পূর্ণ হবে সাধনে
ami jare chai re