সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

কেমন আছি আমি জানতে চেয়ো না



- আজম খান 



কেমন আছি আমি
জানতে চেয়ো না
ভালো থেকো তুমি
এই কামনা
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কার আকাশে
জ্বলছো তারা হয়ে
কার আদরে
লুকিয়েছো কোন বুকে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কোন আবীরে
রাঙালে নিজেকে
ধূসরতা আজ
আমার দুচোখে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

kemon achi ami jante

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন