কথা ও সুর ঃ কিশোর পলাশ
আমার জীবন হইল ভবের বাড়ি
দুঃখ নামের দিলা গাড়ি
জংসনে জংসনে গাড়ি থেমে থেমে যায়
যার আছে যত বেশী
তারে দাও তত খুশি
অপার হয়ে বসে আছি
শূন্যেরি খেলায় ।
ও বিধি তোমার কি দয়া মায়া নাই ।।
সুখেরই আশা যত
দিয়ে গেছে ফাঁকি
তুমি দয়াল শেষ ভরসা
কি আর আছে বাকি
দুঃখের অনলে পুড়ে ষোল আনাই ছাই ।
কত রঙ্গের মানুষ ভবে
কত রঙ্গের পাখি
আমারে নিঃস্ব কইরা
দুঃখ দিলা সাথী
তবু আমি পথ চলিলাম তোমারি আশায় ।
আমার জীবন হইল ভবের বাড়ি
দুঃখ নামের দিলা গাড়ি
জংসনে জংসনে গাড়ি থেমে থেমে যায়
যার আছে যত বেশী
তারে দাও তত খুশি
অপার হয়ে বসে আছি
শূন্যেরি খেলায় ।
ও বিধি তোমার কি দয়া মায়া নাই ।।
সুখেরই আশা যত
দিয়ে গেছে ফাঁকি
তুমি দয়াল শেষ ভরসা
কি আর আছে বাকি
দুঃখের অনলে পুড়ে ষোল আনাই ছাই ।
কত রঙ্গের মানুষ ভবে
কত রঙ্গের পাখি
আমারে নিঃস্ব কইরা
দুঃখ দিলা সাথী
তবু আমি পথ চলিলাম তোমারি আশায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন