সৈয়দ আব্দুল হাদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৈয়দ আব্দুল হাদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

যেওনা সাথী

যেও না সাথী
যেও না সাথী
ও যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথী
ও যেও না সাথী

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

এমনতো প্রেম হয়

এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

দুই পয়সার আলতা
 

emon o to prem hoy


সোমবার, ২০ মার্চ, ২০১৭

আমার বাবার কথা বড়ই মনে পড়ে

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
সুরকারঃ সৈয়দ আব্দুল হাদী
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


আমার বাবার কথা বড়ই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন দুচোখ জলে ভরে।।
আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত
এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত
কিনত নাটাই কিনত ঘুড়ি
বোনের জন্য আলতা চুড়ি
মায়ের জন্য ডুরে শাড়ি-কিনে ফিরতো ঘরে।।
মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাকি দিলে
ধারাপাতের নামতাগুলো খেতে হতো গিলে
সাংগ হত দিনের খেলা, উঠত তারা সন্ধা বেলা
বাবা এদের নাম শেখাতো-কতই যতন করে।।
এখন আমি নিজেই বাবা পাক ধরেছে চুলে
পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দোয়ার খোলে
আজও আমায় বাবাই ডাকে প্রতি কাজে জড়িয়ে থাকে
ওপাড় হতে বলছে যেন ভাল থাকিস ওরে।।

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

আর কোনদিন তোমায় আমি

আর কোনদিন তোমায় আমি
প্রিয় নামে ডাকবো না।।
আর কখনো তোমায় আমি
আপন করে ভাববো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো না আর কথা তোমার
মাটির প্রদীপ জ্বলিয়ে আবার
প্রেমের চিঠি এই জীবনে।
আর কখনো লিখবো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো তুমি স্বপন ছিলে
ঘুমের ঘোরে এসেছিলে
স্বপ্ন সফল হায় না জানি।
স্বপ্ন আমি দেখবো না
প্রিয় নামে ডাকবো না।।
শেষ দেখা আজ মনে রেখো
মোর সমাধি তরী দেখো
চরণ ফেলে যেও না চলে।
আর আমি যে কাঁদবো না
প্রিয় নামে ডাকবো না।।



শিল্পীঃ এন্ড্রু কিশোর
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

একবার যদি কেউ ভালোবাসতো


সৈয়দ আব্দুল হাদী ও সামিনা চৌধুরী


একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত





ছায়াছবি: জন্ম থেকে জ্বলছি
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আমজাদ হোসেন

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কি করে বলিব আমি


কি করে বলিব আমি

আমার মনে বড় জ্বালা

কেউ কোনদিন আমারে তো

কথা দিল না

বিনিসুতার মালাখানি

গাঁথা হলোনা
ও… এই জ্বালা যে এমন জ্বালা

যায়না মুখে বলা

ধরতে গেলে সোনার অঙ্গ (তোমার)

পুড়ে হবে কালা

লালন মরল জল পিপাসায়

থাকতে নদী মেঘনা

(আমার) হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটে না
ও… ভালোবাসার অপরাধে

হয়েছিল দোষী

(বলো) তাই বলে কি থেমেছিল

কদমতলার বাঁশী

ও… দংশিলে পিরিতের বিষে

ওঝা মেলে নারে

সেই মরণ যে সুখের মরণ

দেখলাম জনম ভরে

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আমি তোমারি প্রেম ভিখারী

আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো 
পশে থেকো জীবনে মরনে 
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে 
তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে 
শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে 
তোমােরে আমি যে কত ভালবাসি গো 
বোঝাবো কেমনে বোঝাবো? 
তোমারে না পেলে জানি আমি জানি গো 
মরিব অকালে মরিব 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে। 
আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো  
পাশে থেকো জীবনে মরনে

ami tomari premo vikhari

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

যেওনা সাথি

যেওনা সাথি৷৷
ও ও ও যেওনা সাথি
চলেছো একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
সেই দিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কতদুর৷৷
আমারও স্বপ্নের মহল
তাইতো ভেঙে যে হলো চুর
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
আর যে সইতে পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে৷৷
পথ হারা পথিকটাতো
ঠিকানা ফিরে পেয়েছে
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
 পথ খুজে পাবেনাতো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আছেন আমার মোক্তার



আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার।।

শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার।।

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই ।।

দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার।।

পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপি তিনি জামিনদার
Achen amar mokter

              Syad Abdul Hadi / সৈয়দ আব্দুল হাদী

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।
রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে ।।
সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না।।
রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নিশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না।।
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।