আর কোনদিন তোমায় আমি
প্রিয় নামে ডাকবো না।।
আর কখনো তোমায় আমি
আপন করে ভাববো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো না আর কথা তোমার
মাটির প্রদীপ জ্বলিয়ে আবার
প্রেমের চিঠি এই জীবনে।
আর কখনো লিখবো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো তুমি স্বপন ছিলে
ঘুমের ঘোরে এসেছিলে
স্বপ্ন সফল হায় না জানি।
স্বপ্ন আমি দেখবো না
প্রিয় নামে ডাকবো না।।
শেষ দেখা আজ মনে রেখো
মোর সমাধি তরী দেখো
চরণ ফেলে যেও না চলে।
আর আমি যে কাঁদবো না
প্রিয় নামে ডাকবো না।।
শিল্পীঃ এন্ড্রু কিশোর
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী
প্রিয় নামে ডাকবো না।।
আর কখনো তোমায় আমি
আপন করে ভাববো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো না আর কথা তোমার
মাটির প্রদীপ জ্বলিয়ে আবার
প্রেমের চিঠি এই জীবনে।
আর কখনো লিখবো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো তুমি স্বপন ছিলে
ঘুমের ঘোরে এসেছিলে
স্বপ্ন সফল হায় না জানি।
স্বপ্ন আমি দেখবো না
প্রিয় নামে ডাকবো না।।
শেষ দেখা আজ মনে রেখো
মোর সমাধি তরী দেখো
চরণ ফেলে যেও না চলে।
আর আমি যে কাঁদবো না
প্রিয় নামে ডাকবো না।।
শিল্পীঃ এন্ড্রু কিশোর
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন