- আরেফিন রুমি
আমি যত বেশী ভালবাসি তোমায়
তার চেয়ে বেশী ভালবাসতে চাই৷
আমি যত বেশী আছে আসি তোমার
তার চেয়ে আরো কাছে আসতে চাই৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
সকালের সোনা রোঁদ প্রতিদিন, আমার ঘুম ভাঙ্গায়,
চোখ মেলে এ হৃদয় তোমারই পরশ চায়৷
সকালের সোনা রোঁদ প্রতিদিন, আমার ঘুম ভাঙ্গায়,
চোখ মেলে এ হৃদয় তোমারই পরশ চায়৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
হিমেল হাওয়াতে এ মন, জুড়ালে গো হায়
তবুও এই মন, জুড়ে নাতো-
যদি কাছে না পাই তোমায়৷
হিমেল হাওয়াতে এ মন, জুড়ালে গো হায়
তবুও এই মন, জুড়ে নাতো-
যদি কাছে না পাই তোমায়৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
আমি যত বেশী ভালবাসি তোমায়
তার চেয়ে বেশী ভালবাসতে চাই৷
আমি যত বেশী আছে আসি তোমার
তার চেয়ে আরো কাছে আসতে চাই৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
সকালের সোনা রোঁদ প্রতিদিন, আমার ঘুম ভাঙ্গায়,
চোখ মেলে এ হৃদয় তোমারই পরশ চায়৷
সকালের সোনা রোঁদ প্রতিদিন, আমার ঘুম ভাঙ্গায়,
চোখ মেলে এ হৃদয় তোমারই পরশ চায়৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
হিমেল হাওয়াতে এ মন, জুড়ালে গো হায়
তবুও এই মন, জুড়ে নাতো-
যদি কাছে না পাই তোমায়৷
হিমেল হাওয়াতে এ মন, জুড়ালে গো হায়
তবুও এই মন, জুড়ে নাতো-
যদি কাছে না পাই তোমায়৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
ভালবেসে আমাকে, নাও জড়িয়ে,
তোমার প্রেমের ছোঁয়াতে দাও রাঙ্গিয়ে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন