বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

এতো চাই

  •  আর্ক
  • অ্যালবামঃ জন্মভুমি


এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়
আমি আজ বেদনাহত
অতটা পাইওনি যতটা চাওয়ার নয়
যদি তা চাইতাম ফিরে যেতাম
সেই অতীত জীবনের ভুমিকায়
দুর বহুদুরে সুরে সুরে
কোনো অতৃপ্ত তৃপ্তির বাসনায়
নতুন করে শুধ্ রে নিতাম
চাওয়াপাওয়ার হিসেবটুকু

ছোট্ট যারা শিশু শ্রমিক
ছোট্ট দুটি হাত
অমানমিক শ্রম বিনিময়
অল্প কটা ভাত
রক্ত পানির ন্যায্য পাওনা
কেন সয় না,সয়না
এতো চাই তবুও কেনো পাইনা
অতটা চাইওনি যতটা পাওয়ার নয়

সৃষ্ট কর্মে পুরষ্কারে
জুড়াবে তো নয়
স্রষ্টার আশীর্বাদে
সৃষ্টি যেনো হয়
ক্ষুদ্র আমার ক্ষুদ্র চাওয়া
ক্ষুদ্র সীমানা,সীমানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন