কুমার বিশ্বজিত ও সামিনা চৌধুরী -
তুমি বললে আকাশ হব, হাওয়ায় হব তুলো
তুমি বললে তুলে দেব মনের প্রেম গুলো
তুমি বললে দুঃখ হব, হব সুখের লগ্ন
তোমার মাঝে অনন্তকাল থাকতে চাই যে মগ্ন
তুমি আমার নতুন সর্বনাশ
তবু কল্পনাতে তোমার সাথেই আমার বসবাস
তুমি বললে সূর্য্য হয়ে রোজ সকালে আসব
তুমি বললে চাঁদের আলোয় নিঝুম রাতে হাসব
তুমি বললে নীল সাগরে হব ঢেউয়ের ভেলা
সাগর প্রেমে আসব ছুটে, ভাসবো সারাবেলা
তুমি বললে তোমার বুকের কষ্টগুলো নেব
তুমি বললে আকাশ প্রমান ভালবাসা দেব
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব
আবার জন্ম হলেই আমার তোমার প্রেমেই পড়ব
তুমি বললে আকাশ চোঁব,
তুমি বললে দুঃখ হব
তুমি বললে . . ... .
তুমি বললে আকাশ হব, হাওয়ায় হব তুলো
তুমি বললে তুলে দেব মনের প্রেম গুলো
তুমি বললে দুঃখ হব, হব সুখের লগ্ন
তোমার মাঝে অনন্তকাল থাকতে চাই যে মগ্ন
তুমি আমার নতুন সর্বনাশ
তবু কল্পনাতে তোমার সাথেই আমার বসবাস
তুমি বললে সূর্য্য হয়ে রোজ সকালে আসব
তুমি বললে চাঁদের আলোয় নিঝুম রাতে হাসব
তুমি বললে নীল সাগরে হব ঢেউয়ের ভেলা
সাগর প্রেমে আসব ছুটে, ভাসবো সারাবেলা
তুমি বললে তোমার বুকের কষ্টগুলো নেব
তুমি বললে আকাশ প্রমান ভালবাসা দেব
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব
আবার জন্ম হলেই আমার তোমার প্রেমেই পড়ব
তুমি বললে আকাশ চোঁব,
তুমি বললে দুঃখ হব
তুমি বললে . . ... .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন