বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা।

পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা।

এই মাটির মায়া মিছে কায়া, কিছুই রবে না।।
*** সমন জারী রবে না বাহাদুরী
এসেছিস বাদশা হয়ে ফিরে যাবি দিন ভিখারী।

হিসাবের ষোল আনা বোঝাতে হবে মনা।

মহাজন নইলে তোরে খালাস দিবে না।।
বেচেও আছি মরে কী হবে নালিশ করে

মানুষকে কাঁদায় মানুষ এ বিধান কোন বিচারে।
দুনিয়ার বালা খানা হবে রে ফানাফানা।

সাথে ঐ কাফন ছাড়া কিছুই যাবে না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন