বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

কথা বলো না বলো ওগো বন্ধু

কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও।।
আমি অভাগিনী শুধু যে তোমারই
যতই ব্যাথা দিবে সইবো।।
ছায়া হয়ে তবু পাশে রইবো
আমি কাদি শুনে হাসে বিশ্ব
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।
কত বেদনা, কত বেদনা সয়েছে হৃদয়
কেমনে তোমায় আমি কইবো
ছায়া হয়ে তবু পাশে রইবো
কেন আমি অসহায়া জানি না
নিয়তির এ লেখা না না আমি মানি না।
মন বলে গো, মন বলে গো জীবনে কভু
তোমারই শুধু আমি হইবো।।
 


শিল্পীঃ ফেরদৌসী রহমান
অ্যালবামঃ মধুমিলন
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ শহীদুল ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন