আমার রঙ্গিন কত গুলো দিন
রয়েছে তোমার
কাছে ফিরিয়ে দাও।
না হয় আমার
হ্নদয়ে যে ব্যাথা বুকের
মাঝে জমে আছে ফিরিয়ে নাও ।
রুপকথা সম যে
সৃতি রয়েছে হাজার,
আঘাত করে কেন যায় শুধু
বারে বার ।
বড় কষ্টে জমানো ধুষর সে প্রেম
মেঘে ঢেকে গেছে তুমি নিয়ে যাও।
এরপর, যাও
চলে যাও যেখানে তুমি চাও!
রয়েছে তোমার
কাছে ফিরিয়ে দাও।
না হয় আমার
হ্নদয়ে যে ব্যাথা বুকের
মাঝে জমে আছে ফিরিয়ে নাও ।
রুপকথা সম যে
সৃতি রয়েছে হাজার,
আঘাত করে কেন যায় শুধু
বারে বার ।
বড় কষ্টে জমানো ধুষর সে প্রেম
মেঘে ঢেকে গেছে তুমি নিয়ে যাও।
এরপর, যাও
চলে যাও যেখানে তুমি চাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন