বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

সোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল

সোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল
সেই দীঘিতে হায় আচানক পুস্প ফুটেছিল
নিশি রাইতে দীঘির জলে উড়াল বায়ু বয়
বন্ধুয়ারে সেথায় নিতে আমার মনে লয়
গো বন্ধু আমার মনে লয়।।
ঘন কালো দীঘির জলে নামে চাঁন্দের ছায়া
রাইত নীশিথে মন পীড়িতে কাইন্দা মরে মায়া।
কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
চাঁন্দের ছায়া হায় কী মায়া মনে কষ্ট হয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।
মনের দুঃখ মনে রাখ বনের দুঃখ বনে
মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে।
কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
মায়া দীঘির কালো জলে উড়াল বায়ু বয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।



শিল্পীঃ সেলিম চৌধুরী
অ্যালবামঃ দুই দুয়ারী
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ূন আহমেদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন